শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বাস ট্রাকের সংঘর্ষে আবুল হোসেন নামে একজন বাসের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ১৫জানুয়ারি দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকজনক বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোরে ত্রিশালের কাজির শিমলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাকের সাথে ঢাকাগামী শেরপুর চেম্বার অব কমার্সের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। একই সময় দুর্ঘটনাকবলিত বাসটির পিছনে পরপর আরো তিনটি বাস ধাক্কা দেয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। ঘটনাস্থলেই নিহত হয় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের হেলপার আবুল হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘন্টা চেষ্টায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রোডের একপাশে তিনঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তার পাশে অবৈধ বালু ব্যবসা ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন।