মো: জাহির হোসেন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় নির্মান শ্রমিকবাহী একটি পিকাপ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহত ৩ আহত হয়েছে অন্তত ১২জন । দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছেন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায় লক্ষ্মীপুর পল্লীবিদ্যুতের অফিসের কাছাকাছি আসলে পিকাপ ভ্যানের চাকা পেটে যায় এতে পিকাপটি উল্টে খাদে পড়ে যায়। গটনাস্হলে ৩জন নিহত হয়, আহত হয় অন্তত ১২ জন।
নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), সমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫) ও আবিনগর গ্রামের মফিজ (৪৫)।দুর্গটনায় আহতরা জানান নির্মাণ শ্রমিকরা মিয়ার রাস্তা নামক স্থান থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য পিকাপে উঠেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের কাছাকাছি আসলে হঠাৎ গাড়ির চাকা ফেটে যায় এতে পিকআপটি উল্টে খাদে পড়ে যায়।আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।