অবশেষে চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪০০ কেভি সঞ্চালন লাইন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালী থেকে গোপালগঞ্জের মুকসুদপুর পর্যন্ত ১৬৩ কিলোমিটার দীর্ঘ এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি চালু করা হয়।
দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে তৈরি হওয়া প্রকল্পটির পূর্ণ উৎপাদনে না এলেও এর দুই ইউনিটের একটি উৎপাদনে আসলো আজ।
বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।