প্রচন্ড ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। ঠান্ডায় জবুথবু ভারতের রাজধানী দিল্লিও। অবস্থা এমন যে, দিল্লিতে তাপমাত্রার পারদ নেমে গেছে ২.৪ ডিগ্রিতে। যা কেবল এই মৌসুমের সর্বনিম্নই নয়, ১১৮ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৯০১ সালে শেষ দিল্লিতে এরকম ঠান্ডা পড়েছিল।
দিল্লির পাশাপাশি হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে উত্তরপ্রদেশও। প্রচন্ড ঠান্ডায় উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২৮ জনের। সূত্রের খবর অনুযায়ী, বুন্দেলখণ্ড ও মধ্য উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৭ জনের। কানপুরে ১০ জনের ও বারাণসীতে চার জনের।আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) সবচেয়ে শীতলতম দিন হতে পারে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাতে বিভিন্ন শেল্টার হোমে গিয়ে পরিদর্শন করেন এবং গরিব মানুষদের কম্বল বিতরণ করেছেন।এদিকে ঠান্ডার জন্য উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার একাধিক স্কুল আগামীকাল বন্ধ থাকবে। কারণ কনকনে শীতে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে মানুষের।সুত্র : আর টি ভি