মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় বে-সরকারী সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) হোমনা শাখার উদ্যোগে শিক্ষকা কর্মসূচীর আওতায় দরিদ্র কোমলমতি শিশুদেরকে স্কুলমুখী করতে বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ টার দিকে শ্রীমদ্দি গ্রামের মোসলেম মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ।
এতে অক্ষর শিক্ষা, হাত ধোঁয়া শিক্ষা, গান, নৃত্য, কবিতা ও একক অভিনয় ও প্রবীন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীরা তাদের পিতা মাতার পা ছুয়ে সালাম করে রীতিমত স্কুলে যাওয়ার অঙ্গীকার করেন।
সংস্থার শিক্ষাসুপার ভাইজার কুলসুম বিবির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মোসলেম ,বিআরডিবি‘র সাবেক সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার, সিদীপের কেন্দ্রীয় প্রতিনিধি আবু খালেদ, সিদীপ এর এরিয়া ম্যানেজার মো. নুরুজ্জামান ফকির, ব্র্যাক ম্যানেজার পরিতোষ দাস, হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার, হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনিরুজ্জামান, সিদীপের শিক্ষক মো.সাজ্জাদ হোসেন, কুহিনুর আক্তার, পারভিন আক্তার প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে শিক্ষামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পরে প্রবীণ নারী সায়ফুলের নেছা ও পুরুষ মো.শহিদুল ইসলামসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।