বন্ধু রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর রাশিয়ার অনেক প্রভাব রয়েছে। তাই তারা চাপ দিলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে বাংলাদেশ এবং রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। আমরা দেশটির সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়াতে চাই। নানা কারণেই মিয়ানমারের ওপর রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে। তারা যদি দেশটির ওপর চাপ বাড়াতে পারে, তবে হয়তো রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে। মানবেতর জীবন কাটানো রোহিঙ্গারা একটা ভালো জীবনে ফিরে যেতে পারবে।