বিপিএলের ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ডের ম্যাচে মাশরাফির ঢাকা প্লাটুনকে হারালো মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারের মিমাংসায় ১৬ রানের জয় পেয়েছে তারা। এটিই বিপিএলের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের ম্যাচ।
রানের পাহাড় মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল হক ফেরেন মাত্র ১ রানে। এরপর জাকির আলীকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন মুমিনুল। জাকিরও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ বলে ২৭ রান করে মুক্তার আলীর শিকার হন তিনি। এরপর ল্যরি ইভান্স, আসিফ আলিরা দ্রুত রান তুলতে গিয়ে কাটা পড়েন মুক্তার আলীর বলে। শহীদ আফ্রিদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কেসরিক উইলিয়ামস।
জয়ের সম্ভাবনা যখন ধুসর হচ্ছে ঠিক তখনই থিসারা পেরেরাকে নিয়ে ঝড় তোলেন অধিনায়ক মাশরাফি। ১৬তম ওভারে নাসির হোসেনের বলে পরপর ৩ ছক্কা এবং ১টি চারের শট খেলে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মাশরাফি।
এরপর পুরো দায়িত্ব পড়ে থিসারা পেরেরার কাঁধে। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেও যোগ্য সঙ্গীর অভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তবে শেষ বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান।
এর আগে বিপিএলের চলতি আসরের সর্বোচ্চ ইনিংস রানের খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২১ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
আর চলতি আসরে সর্বাধিক রান ছিলো খুলনা টাইগার্সের। রাজশাহী রয়্যালসের দেয়া ১৮৯ রানের জবাবে ৫ উইকেটে ১৯২ রান তুলেছিলো তারা। তবে চলতি আসরে প্রথম দুশো’ রান টপকালো চট্টগ্রাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতে পারেননি বোলাররা। অধিনায়ক মাশরাফিও সুবিধা করতে পারেননি বল হাতে। শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলতে থাকেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান লিন্ডলে শিমন্স। রান আউট হওয়ার আগে তিনি করেন ৫৭ রান। আরেক ওপেনার আভিশকা ফারনান্দো ফেরার আগে খেলে যান ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস।
দুই ওপেনার ফেরার পর ইমরুল কায়েসকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ। এদুজন দলকে দুশো’র কোটায় রেখে যান। মাহমুদুল্লাহ ৫৯ এবং ইমরুল আউট হন ৪০ রানে।
স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২২১/৪ (২০)
লিন্ডলে শিমন্স ৫৭ (৩৬)
আভিশকা ফার্নান্ডো ২৬ (১৩)
ইমরুল কায়েস ৪০ (২৪)
মাহমুদুল্লাহ রিয়াদ ৫৯ (২৮)
চাদউইক ওয়ালটন ২৭ (১৮)
নুরুল হাসান ৭ (৪)
বোলার
মাশরাফি মুর্তজা ৩-০-৪২-০
সালাউদ্দিন শাকিল ৩-০-২৭-১
হাসান মাহমুদ ৭-০-৫৫-২
মেহেদী হাসান ২-০-৩৩-০
থিসারা পেরেরা ৪-০-৩৩-০
শহীদ আফ্রিদি ৪-০-৩০-০
ঢাকা প্লাটুন: ২০৫/১০ (২০)
মুমিনুল হক ৫২ (৩৫)
এনামুল হক ১ (৫)
জাকির আলি ২৭ (১৯)
ল্যরি ইভান্স ১৭ (১১)
আসিফ আলি ১৫ (৬)
থিসারা পেরেরা ৪৭ (২৭)
শহীদ আফ্রিদি ৯ (৬)
মাশরাফি মুর্তজা ২৩ (৬)
মেহেদী হাসান ২ (৫)
হাসান মাহমুদ ০ (১)
সালাউদ্দিন সাকিল ০* (১)
বোলার
নাসুম আহমেদ ৪-০-২৮-০
মেহেদী হাসান রানা ৪-০-২৩-৩
নাসির হোসেন ৪-০-৬০-২
মুক্তার আলী ৪-০-৪২-৩
কেসরিক উইলিয়ামস ৪-০-৪৮-২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।