মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় চোরাই গাড়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
আজশুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তার কৃতরা হল হোমনা থানার মামলা নং-৬, তাং-১৩/১২/১৯ইং, ধারা-৩৭৯ পিসি সংক্রান্তে চোরাইকৃত গাড়ীসহ গাড়ী চোর ১। মোঃ রুবেল হোসেন(২২), পিতা-আবু মুছা, সাং-মাইজচর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা। হোমনা থানার মামলা নং-৫, তাং-১২/১২/১৯ইং, ধারা-নাঃ শিঃ নিঃ দমন আইনের ৯(১)/৩০ তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩) সংক্রান্তে আসামী ২। হাবিবুর রহমান নসু(৩২), পিতা-মন্তাজ মিয়া, সাং-অনন্তপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা। তার নিকট থেকে মোটর সাইকেল ও ল্যাপটপ জব্দ করা হয়। হোমনা থানার মামলা নং-৮, তাং-১৭/১১/১৯ইং, ধারা-নাঃ শিঃ নিঃ দমন আইনের ৭/৮/৯(১)/৩০ সংক্রান্তে আসামী ৩। মোঃ সাগর ভূইয়া, পিতা-তাজুল ইসলাম, সাং-শোভারামপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা।
পিটিশন মামলা নং-১৫৯/১৭, ধারা-মানবপাচার আইনের ৭/৮/৯/১১/১২ সংক্রান্তে আসামী ৪। জহুরা, স্বামী-মোঃ হামিদ, সাং-নয়াগাও আছাদপুর, থানা-হোমানা, জেলা-কুমিল্লা এবং ৫।মোঃ ফারুক হোসেন, পিতা-মোঃ হামিদ, সাং-নয়াগাও আছাদপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা।
ওসি (তদন্ত) মো.আমিনুর রসুল বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নিকট থেকে চোরাই গাড়ী,মটর সাইকেল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।