যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জার্সি সিটির আলাদা দুটি স্থানে বন্দুক হামলার হতাহতের এ ঘটনা ঘটে। এ অবস্থায় পুরো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের জার্সি শহরের একটি দোকানে হঠাৎই হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বন্দুকধারীর গুলিতে এক পুলিশকর্মকর্তাসহ হতাহত হন বেশ কয়েকজন। এর পরপরই ওই দোকানের পাশেই আরেকটি জায়গায় আরও এক বন্দুকধারীর গুলিতে আরও কয়েকজন হতাহত হওয়ার খবর আসে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জার্সি সিটিতে।
পুলিশের ধারণা মতে, দুই হামলায় অন্তত দুই বন্দুকধারী অংশ নিয়েছে। এদের মধ্যে একজন হামলাকারী নারী বলে সন্দেহ করা হচ্ছে।
পরপর দুটো হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ অবস্থায় পুরো শহরের মানুষকে সকর্ত থাকতে বলা হয়েছে।
ঘটনার পর জার্সি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় মেয়র। একই সঙ্গে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।সুত্র : আর টি ভি