সম্ভব হলে ২০২২ ফুটবল বিশ্বকাপই ৪৮ দল নিয়ে আয়োজন করতে চায় ফিফা। এমনটিই জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ফুটবলের সার্বিক উন্নতিতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলেও বিশ্বাস তার।
ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ২০২৬ সালে বিশ্বকাপ ৪৮ দল নিয়েই অনুষ্ঠিত হবে। তবে যদি সম্ভব হয় ২০২২ সালে কাতারেই তা বাস্তবায়নের চেষ্টা করবো আমরা। গালফ অঞ্চলে কাতারের প্রতিবেশী দেশগুলোকেও অন্তত কিছু ম্যাচ আয়োজনের জন্য অনুরোধ করা হবে। মধ্যপ্রাচ্যের ফুটবল খেলুড়ে দেশগুলো সর্বোপরি গোটা বিশ্বই এ থেকে লাভবান হতে পারে। তাই এ বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।