অধিক মুনাফার লক্ষে যেসব ব্যবসায়ী মজুদদারী করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের সঠিক পথে আনতে তরুণদের সজাগ হওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবর্তনে চুয়েটের ২ হাজার ২৩১ জনকে সম্মান ডিগ্রী প্রদান করেন রাষ্ট্রপতি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।