যানজট থেকে মুক্তি দিতে চলতি মাসেই চট্টগ্রামে প্রথমবারের মত কর্ণফুলী নদীতে চালু হচ্ছে ওয়াটার বাস। মূল শহর থেকে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এই ওয়াটার বাসের মাধ্যমে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছানো সম্ভব হবে। ফিজিবিলিটি স্টাডি, সঠিক পরিকল্পনা ও টার্মিনালগুলোতে যাত্রীদের যদি সঠিক সময়ে আনার ব্যবস্থা করা না যায় তাহলে এ প্রকল্প ব্যর্থ হবে বলে মত নগর বিশেষজ্ঞের।
কর্ণফুলী নদীর সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে এটি। এ জন্য দুই জায়গায় যাত্রীদের ওঠা-নামার সুবিধার্থে আলাদা টার্মিনালও নির্মাণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসাইন বলেন, আমরা চাচ্ছি বিদেশের মত ওয়ান স্টপ সার্ভিন চালু করতে। তবে আমরা বিদেশের মত ৪০ ডলার নয়, ভাড়া নেবো মাত্র ৪ ডলার।
প্রাথমিকভাবে দুটি ওয়াটার বাস দিয়ে বিমানযাত্রীদের আনা নেয়ার কাজ শুরু হবে। বিমানযাত্রী ছাড়াও সাধারণ যাত্রীরাও এ বাসে যাতায়াত করতে পারবেন। একটি বাসে ২৫ জন করে যাত্রী যাতায়াত করতে পারবে। আর এজন্য প্রতি যাত্রীকে ভাড়া দিতে হবে চারশো টাকা।
এস এস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. সাবাব হোসাইন বলেন, আমাদের সব সার্ভিস মিলিয়েই এই ভাড়া ঠিক করেছি আমরা।