মোঃ খোরশেদ আলম (কুমিল্লা জেলা প্রতিনিধি) ঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা: আমিন আহমেদ খান যোগদানের ১০দিনের মধ্যে হাসপাতালের অনেক পরিবর্তন হয়েছে। বেড়েছে সেবার মান। বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। পরিচালক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে হাসপাতালে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে নির্দিষ্ট সময়ে কাজে যোগদান করতে দেখা গিয়েছে।
হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালেল দেয়াল গুলোতে আগের মত প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের স্টিকার নেই। নেই কোন দালালদের নাম্বার। বিভিন্ন কোম্পানীর ঔষধ লোভনীয় অফার। হাসপাতালের অকেজো মালামাল গুলো সরিয়ে ফেলা হয়েছে হাসপাতাল থেকে। এ যেন আলাউদ্দিনের চেরাগের মত মাত্র ১০ দিনেই হাসপাতালের চেহারা পাল্টে গিয়েছে।
চান্দিনা থেকে আসা নাছির নামে এক রোগী জানান, গত ১মাস আগে আমি হাসপাতালে এসেছিলাম আমার ভাইকে নিয়ে তার পা ভেঙ্গে গিয়েছিল আজ আসলাম ড্রেসিং করার জন্য । গত এক মাস আগে যে অবস্থা দেখেছি আজ তা অনেক পরিবর্তন লাগছে। পরিচ্ছন্ন এবং ডাক্তারদের উপস্থিতি দেখে ভাল লাগছে। আগের মত বেশি একটা ভিড় নেই। তবে শুধুমাত্র ঔষধ কোম্পানীর লোকগুলো ডাক্তারদেরকে একটু ডিস্টার্ব করে। তাছাড়া হাসপাতালের অবস্থা আগের চেয়ে অনেক ভাল।
কাজল বিবি চৌদ্দগ্রাম থেকে এসেছেন তার ছেলেকে নিয়ে। তিনি জানান গত দুই মাস আগে এসেছিলাম আমার দেবরের স্ত্রীকে নিয়ে। এখন আমার ছেলের চুলকানি সমস্যা নিয়ে এসেছি। তখন হাসপাতালের দেয়ালের দেয়ালে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার দাগে ভরপুর ছিল। এখন আগের চেয়ে অনেক পরিস্কার। তবে রোগীর ভিড় বেশি। যদি ডাক্তারদের সংখ্যা বাড়ানো হতো তাহলে আমরা দ্রুত বাড়ী ফিরতে পারতাম।
তবে এ বিষয়য়ে হাসপাতালের পরিচালক ডা: আমিন আহমেদ খান এ বিষয়ে কথা বলতে নাই চাইলেও তার আচরণে বুঝতে পেরেছি তিনি আন্তরিকতার সাথে হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য প্রাণপন চেষ্টা করে যাবেন। তবে তিনি তাও জানিয়েছেন তাকে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে । তিনি সরকারের আদেশ পালন করছেন। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন।