মো.নাছির উদ্দিন
বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার ৯- নভেম্বর ১১-ঘটিকার সময় উপজেলার রুপসদী উত্তর বাজার বৃন্দাবন হাই স্কুল সংলগ্ন অবস্থিত ইসলামী ব্যাংকের ১০০-তম এজেন্ট আউটলেট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি
বাংলাদেশ ইসলামী ব্যাংক ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মাহবুব উল আলম
অনুষ্ঠিত উদ্বোধনী সভায় গেস্ট অব অনার হিসাবে বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো.আব্দুর রকিব,সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো.মোশারফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো.হেলাল মিয়া।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুপসদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মহসিন মিয়া,বাঞ্ছারামপুর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল চন্দ্র সূত্রধর,রুপসদী সুজন স্মৃতি কলেজের সভাপতি মো.ইউনুছ মিয়া,বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.সেলিম রেজা,খোদাই বাড়ি আলিম মাদ্রাসার সভাপতি মিয়া মো.ফরিদ উদ্দিন, সমাজ সেবক মো.দেলোয়ায় হোসেন ও রুপসদী উত্তর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.ফেরদাউস,স্বাগত বক্তব্য দেন বাঞ্ছারামপুর ব্যাংকের শাখা প্রধান মো.সাইফুল ইসলাম,ব্যাংকের এজেন্ট ও মেসার্স বৃষ্টি ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আঁখি আলমগীর মিতুসহ স্হানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লা জোন ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.মোশারফ হোসাইন প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করেন।