ঘূর্ণিঝড় কিয়ার ধেয়ে আসছে। আরব সাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ। এর প্রভাবে গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা, আসাম, মেঘালয়েও। তবে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির উপকূলে কিয়ার আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম।বৃহস্পতিবার রাতে আবহাওয়া বার্তায় বলা হয়, পূর্ব-মধ্য আরব সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওই বার্তার সময় গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরি থেকে ২৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।আগামী পাঁচদিনের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপটি ২৬ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে।এর আগে আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত গোয়ায় যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার গোয়ায় রেড অ্যালার্টও জারি করা হয়।অন্যদিকে মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, গুজরাট ও উত্তর-পূর্ব আরব সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।