AristaExport.com এর দ্বিতীয় বছর পূর্তিতে গত ১৬ অক্টোবর বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সারাদেশ থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Arista Group এর চেয়ারম্যান মোহাম্মাদ হাসান । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমানে বিজনেস টু বিজনেস (বি টু বি) সার্ভিসের মাধ্যমে বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং অনলাইন মার্কেটিং ও বাজারজাতকরণ সম্পর্কে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পউদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ তাদের পণ্য আন্তর্জাতিক পরিসরে প্রদর্শন করে দিচ্ছে AristaExport.com এর মতো প্রতিষ্ঠানগুলু। এভাবে দেশের আরও কিছু প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুন্তাকিম আশরাফ ও ভাইস প্রেসিডেন্ট চপল হুদা,বি টি এম ই এ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ বিজনেস চেম্বার কানাডার সভাপতি এইচ এম ইকবাল, এসএমই ফাউন্ডেশনের পরিচালক ইশমত জেরিনসহ আরও অনেকে। বিশেষ অতিথি বৃন্দ তাদের আলোচনায় বলেন এই সরকার ব্যবসা বান্ধব সরকার। সরকার উদ্যোক্তাদের সহযোগিতা করে যাচ্ছে।তাই সরকার এর পাশাপাশি উদ্যোক্তাদের উচিত কর্মসংস্থান সৃষ্টি করা। আজকের এই অনুষ্ঠানের আয়োজক AristaExport.com এর উদ্যোক্তাদের একটা লড়াই করার জন্য প্রস্তত হতে হবে। এই লড়াই থেকে একদিন তৈরি হবে বাংলাদেশের জ্যাক ম্যা ।
শুভেচ্ছা বক্তব্যে AristaGroup এর পরিচালক এম শাহ জালাল বলেন, বাংলাদেশের ১৬কোটি মানুষের ৩২কোটি হাতকে কর্মীর হাতে পরিণত করা সম্ভব হলে দেশ হতে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে। এজন্য দেশের রপ্তানিখাত ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজার তৈরী এবং কারিগরী সহায়তা দিতে প্রস্তুত আমরা।
আরও বক্তব্য দেন Arista Group এর পরিচালক ইঞ্জিনিয়ার এম হাবিবুর রহমান । তিনি উল্লেখ করেন, রপ্তানি শিল্পকে প্রচার প্রসার এর জন্য বিশ্বে যে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম আছে আলিবাবা এক্সপোর্ট তাদের অন্যতম এবং এইপ্লাটফর্ম এর কারণে বিশ্বের প্রায় ১৮০ টি দেশে চায়নার পণ্য পরিচিতি লাভ করেছে। সাথে সাথে আলিবাবা ই-কমার্স জগতে জায়ান্ট কোম্পানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। চায়না বেস আলিবাবা যদি ই-কমার্স জায়ান্ট হতে পারে তাহলে আমাদের দেশেও একই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা কেন সম্ভব হবে না! এই কথা মাথায় রেখে আমরা আমাদের দেশিয় পণ্য রপ্তানির জন্য বাংলাদেশ বেইস AristaExport.com প্লাটফরম তৈরি করি।
এছাড়া আরও বক্তব্য দেন AristaExport.com এর নির্বাহী পরিচালক এম জসীম চৌধুরী ।তিনি বলেন, AristaExport.com, এটি একটি অনলাইন বিজনেস টু বিজনেস মার্কেট প্লেস। কমখরচ ও সময় সাপেক্ষে তৈরি পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছাতে এবং ঝামেলা মুক্ত রপ্তানি বাণিজ্য নিশ্চিত করার জন্য AristaExport.com সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা সব রকমের সহায়তা দিচ্ছে। এ ছাড়াও অন্তর্ভুক্ত উদ্যোক্তাদের অনলাইন বাজার সম্পর্কে প্রশিক্ষণ ও তাদের পণ্য প্রাথমিক ভাবে তিনমাস কোনো ফি ছাড়াই আন্তর্জাতিক পরিসরে প্রচার করবেন এই প্ল্যাটফর্মে।
সবশেষে সভার সভাপতি AristaGroup এর চেয়ারম্যান মোহাম্মাদ হাসান তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার মুল কারিগর সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে এই দেশে যে ডিজিটাল বিপ্লব সাধিত হয়েছে Arista Group তার সহযোগী হিসাবে কাজ করে যেতে চায়। তিনি আরও যোগ করেন জননেত্রী শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য দেশকে স্বনির্ভর করার জন্য বিদেশি ইনভেস্টমেন্ট ও রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আশার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব । অনুষ্ঠানে আগত প্রধান অতিথি , বিশেষ অতিথি বৃন্দ এবং সারা দেশ থেকে আগত উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রবি চৌধুরি মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন ।