ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী ঘুগরি দুলালকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক কারবারী ঘুগরি দুলাল (৩৫) কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়ন এর সেবকদাস গ্রামের আব্দুল কফুর উদ্দিন এর পুত্র বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশের দাবি দীর্ঘদিন থেকে ঘুগরি দুলাল মুদি দোকানের পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
থানা সুত্রে আরো জানা গেছে, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে উপ পরিদর্শক তুষার চন্দ রায়সহ অফিসার ফোর্স,গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ অভিযান ও বিশেষ অভিযান পরিচালনা করা কালীন ২০ অক্টোবর রবিবার রাত্রি ৮ ঘটিকার সময় গোড়ল ইউনিয়ন এর বলারহাট বাজারের পাশ্বে মাদক কারবারী দুলাল এর বসতবাড়ির পিছনে বাঁশঝাড়ে ফেন্সিডিল এর একটি চালান হাতবদল হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ দুলাল এর বসতবাড়ি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে দুলাল পালানোর চেষ্টা করে ব্যর্থহয়। পরে তারদেওয়া তথ্য অনুযায়ী বাঁশঝাড় হতে পঁচিশ (২৫) বোতল ফেন্সিডিল উদ্ধার করে অভিযান পরিচালনাকারী পুলিশের সহঃ উপ পরিদর্শক খাদেমুল ইসলাম ও তার টিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মো: সাজ্জাদ হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক কারবারী দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।