কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বিজিবির তিন সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র-গুলি।শুক্রবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সল বলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল পয়েন্ট দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি হস্ত চালিত নৌকায় আসা চার-পাঁচজন লোককে থামার জন্য নির্দেশ দেয় বিজিবির সদস্যরা। নৌকাটি নদীর কিনারে এলে দু’জন লোক লাফ দিয়ে দৌড় দেয়। এ সময় বিজিবির সদস্যরাও তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে তারা গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে নৌকায় থাকা লোকজনও বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলি ছুড়া অবস্থায় নৌকায় থাকা লোকজন পালিয়ে যেতে সক্ষম হলেও গোলাগুলি থামার পর ঘটনাস্থলে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে বিজিবির তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, দুটি গুলি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।
বিজিবির এ অধিনায়ক বলেন, আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দু’জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আসার পথেই তাদের মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়সল।