একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ৪৮ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ২৯ থেকে ৩০ ডিসেম্বর দিনে একজন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।