দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। শনিবার (৫ অক্টোবর) এ কথা বলেন তিনি।
এর আগে গতকাল শুক্রবার ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে। ২০০৩ সালে মালিবাগের একটি হোটেল দুই ডিবি পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জিসান আহমেদের নাম আসে। এরপর তিনি দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।
সম্প্রতি ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর, তাদের সঙ্গে জিসান আহমেদের যোগাযোগ হয়েছিল বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।