মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার রাত ৮ ঘটিকার সময় বাঞ্ছারামপুর উপজেলার উজানচরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম(অব:)এমপি,ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও তার সহধর্মিনী ফাহমিদা সুলতানা।
জেলা প্রশাসক বলেন,অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য।
শারদীয় দুর্গাদেবী প্রতিবছর একবার আসে কৈলাস পর্বত থেকে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় । মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার,এ উৎসব সর্বজনীন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি।
ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রতির দেশ, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করছে। পূজা উপলক্ষ্যে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।
ফাহমিদা সুলতানা বলেন আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি ও খুশি হয়েছি,এতো সুন্দর আলোকসজ্জা দেখে ও মাল্টিমিডিয়াতে আপনারা যা দেখিয়েছেন সত্যি অপূর্ব। আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেযারম্যান সাইদুল ইসলাম বকুল ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি উপজেলা কৃষক লীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা,বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.সালাহ্ উদ্দিন চৌধুরি,উজানচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক কাজী জাদিদ আল-রহমান জনি,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ,সাধারণ সম্পাদক মো.আলা উদ্দিন সরকার,বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার,পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আ.রাজ্জাক,উপজেলা শ্রমিক লীগ আহবায়ক সৈয়দ মোহাম্মদ আ.আজিজ, উজানচর ইউনিয়ন আ’লীগ সভাপতি তফাজ্জল হোসেন তাজ মিয়া,সাধারন সম্পাদক সেলিম মিয়া, উপজেলা কৃষক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন ও আ’লীগের অংগ সংগঠনের সকল নেতাকর্মী ও বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্হিত ছিলেন।