জাহির হোসাইন, স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সাহেব গঞ্জ চৌমহনী বাজার থেকে রায়পুর কুঠি বাড়ির সামনের রাস্তার করুন অবস্থা চলাচলে চরম ভোগান্তি।এ রাস্তাটি দক্ষিণ সাহেবগঞ্জ বাজার থেকে রায়পুর গাজিনগর, চরপাতা , আলোনিয়া সহ অনেক এলাকার সাথে সংযোগ।বিশেষ করে এই রাস্তাটি রায়পুর চলাচলের জন্য গুরুত্ব পূর্ণ সড়ক এটি ।এ রাস্তাটি হালকা যানবাহন এবং পথচারীদের চলাচলের অনুপযোগী।
২০/২১ বৎসর পূর্বে তৎকালীন রায়পুরের এমপি জনাব হারুনুর রাশিদ সাহেব এই রাস্তাটি পাকা করেন।এর পর থেকে এ রাস্তাটি আর সংস্কার করা হয়নি ।রাস্তার বিভিন্ন জায়গায় সৃস্টি হয়েছে বড় বড় গর্ত কোনো কোনো জায়গা দেখে মনে হয় এ রাস্তায় কোনো কার্পেটিং এ করা হয়নি।একটু বৃস্টি হলেই রাস্তার বিভিন্ন অংশ পানির নিচে চলে যায়।এতে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটি।কোনো গাড়ি হালকা যানবাহন ও চলতে পারছে না এই রাস্তা দিয়ে।
দীর্ঘ ২০/২১ বৎসর এই গুরুত্বপূর্ণ সড়কটি কর্তৃপক্ষের অবহেলায় পরে আছে।প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার পথচারী চলা-পেরা করে।স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন আসলে আমরা এই এলাকার সবচেয়ে বেশি অবহেলিত।তা না হলে বর্তমান সকারের ডিজিটাল উন্নয়নের সময় ও আমাদের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হচ্ছে না কেন? ১৬ নং ইউনিয়নের চেয়ারম্যানও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও এম পি সাহেব কে অনুরোধ করফ হয়েছে এই রাস্তা টি সংস্কার করা জন্য । তিনি আশ্বাস দিয়েছেন তবে এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।যথাযত করতি পক্ষের কাছে স্থানীয় এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এ রাস্তাটি সংস্কার করার জন্য।