হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হল রুমে ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে এবং আইন শৃংখলা কোঠরভাবে নিশ্চতকরণের জন্য- পুজা উদযাপন পরিষদ ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা রতন কুমার, পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিগেন্দ্রনাথ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, পুজা উদযাপন পরিষদ নেতা, অনিল বসাক, খোকন বসাক, উজ্জল বসাক, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, পৌরসভাসহ ৮ ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি- সম্পাদক, উপজেলার মোট ৫৩ টি পুজা মণ্ডপের সভাপতি- সম্পাদকবৃন্দ । মতবিনিময় সভায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, নিরবিচ্ছিন্ন বিদ্যৎ ব্যবস্থা, আইনশৃংলায় নিয়োজিতদের খাবার ব্যবস্থা, প্রত্যেকটি মণ্ডপ কমিটির সঠিক দায়িত্ব নিশ্চতকরণ, স্বেচ্ছাসেবক টিম তৈরী ও মনিটরিং সেল গঠন সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।