প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলো বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায়। আসরে সমান্তরাল গতিতে চলছে দুই দল। গ্রুপ পর্বের ম্যাচে হারাতে পারেনি কেউ কাউকে। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। আর প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিতে মালদ্বীপের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে ভারত। ছেলেদের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল উভয় দলই। ২০১৫ সালে নেপালের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। আর ২০১৭ সালে নেপালের কাছে হেরে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। তবে এবার শিরোপা জেতার সুযোগ দু’দলের সামনেই।