প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)।।
২৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার।
প্রথমে ছোট পরিসরে ‘সেইলর’ নামে রুচিশীল, আধুনিক সাজ পোশাকের বিভিন্ন ব্রান্ডের জেন্টস পোশাকের বাহারী কালেকশন ঘটিয়ে নির্ভরযোগ্য উন্নত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানে পরিণত হয়।
দুই উচ্চশিক্ষিত যুবক সৈকত রায় রকি ও রিপন দেব চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগ আর নিজস্ব পরিকল্পনায় নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গড়ে তুলে ‘সেইলর’ নামক মানসম্মত বিশ্বস্ত পোশাকের বিক্রয় কেন্দ্রটি।
ক্রেতাদের রুচি আর চাহিদার ভিত্তিতে দেশী বিদেশি বিভিন্ন কোয়ালিটির পোশাক যোগান দেওয়ার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিশ্বস্ত এই পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানটি আরো বৃহৎ পরিসরে জেন্টস এর পাশাপাশি লেডিস পোশাকেরও সমন্বয় ঘটিয়েছে।
যেকোনো বয়সের মেয়ে থেকে মহিলা সবার রুচিশীল যেকোনো পোশাক এখানে পাওয়া যায়। বৈচিত্র্য ও আধুনিকতার সমন্বয়ে তারা পোশাক জগতে এক বিশাল কালেকশন গড়ে তুলেছে।
বিভিন্ন সময়ে তারা ক্রেতাদেরকে পোশাক বৈচিত্র্যের নতুন মাত্রা দিতে সিলেটের আদিবাসী সম্প্রদায় মনিপুরীদের নিজ হাতে তৈরী বৈচিত্র্যময় পোশাকসহ পছন্দ ও মানানসই বিভিন্ন পোশাকের বাহারী সংগ্রহ ‘সেইলারকে’ অনন্য করে তুলেছে।
রেগুলার ক্রেতা সাধরনদের মোবাইলে এস এম এসের মাধ্যমে নতুন পন্যের আপডেট প্রেরনের প্রথা নাসিরনগরে প্রথম শুরু করে সেইলর।
এই ধরনের উদ্যোগের কারনে একটি শিল্প যেমন পৃষ্টপোষকতা পায়, তেমনি ক্রেতা সাধারন পায় ভিন্ন এক পোশাক বৈচিত্র্যের অভিজ্ঞতা।
সম্মানীত ক্রেতা সাধারনের ব্যাপক সাড়া ও অনুপ্রেরনায় অনুপ্রানিত হয়ে সেইলর এখন থেকে ‘সেইলার’ নামে পুরনো জায়গার পরিবর্তে আরো বড় ও সাজানো গোছানো পরিপাটি হয়ে আত্মপ্রকাশ করলো নাসিরনগর গার্লস স্কুলের ঠিক সামনে অপর প্বার্শের রাস্তা বরাবর।
‘সেইলারের’ স্বত্বাধিকারী সৈকত রায় রকি ও রিপন দেবের সাথে কথা বলে জানা যায় তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারী, পুরুষ ও শিশুদের জন্য লেটেস্ট আইটেমের সাজ পোশাকের সংগ্রহ রেখেছে তারা। তারা আরও জানায় পোশাকগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।
তারা আরও জানায় আধুনিক রুচিসম্মত, চাহিদামাফিক সবধরনের পোশাকের পাশাপাশি সেইলার নামে তাদের নিজস্ব ব্রান্ডের তৈরী পোশাক বাজারে আনার কথা ভাবছে তারা।