২০ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, শুক্রবার।
প্রদীপ কুমার দেবনাথ , নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রী শ্রী গৌর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, নাসিরনগর শাখার উদ্যোগে উপজেলা পূজা উদযাপনের সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর গৌর মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দীন আহমেদ বলেন হিন্দু ধর্মাবলম্বীগণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে যাতে পূজা উদযাপন করতে পারে সরকার এ ব্যাপারে আন্তরিক। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ অতিথির বক্তৃতায় নাসিরনগর থানা ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন, প্রত্যেকটি মন্দিরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে যাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায়। উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু ভানু লাল চন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য ও সাবেক নাসিরনগর গৌর মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু কাজল জ্যোতি দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রীবাস দাস, কার্যনির্বাহী সদস্য, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুনজ্যোতি ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সমর দাস প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ স্বরজিত দাস, প্রচার সম্পাদক সুশেন ঘোষ, কার্যনির্বাহী সদস্য শ্রী অনুকূল দাস, সাংবাদিক সুজিত চক্রবর্তী, সাংবাদিক নীহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক মিহির দেব, অমূল্য চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক প্রদীপ কুমার দেবনাথ, শ্রী সাচনী দাশ, শ্রীমতি সুকৃতি হালদার, রবীন্দ্র গোপ, গৌতম রায়, অজিত দাস, অসিত দাস সহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।