রাজধানীর ফকিরাপুলে ‘ক্যাসিনো’ চালানো ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন। তবে সময় সংবাদকে মেনন বলেন, ‘ক্যাসিনো সম্পর্কে কিছুই জানতাম না, ক্যাসিনো চলছে কিনা তা দেখভাল করা গর্ভনিং বডির চেয়ারম্যানেরর দায়িত্বের মধ্যে পড়ে না।’
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে র্যাবের অভিযানের পর সময় সংবাদকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, এলাকার সংসদ সদস্য হিসেবে তাকে ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান বানানো হয়েছিল। এলাকার কোথায় কী ঘটছে তার খবর রাখার দায়িত্ব সংসদ সদস্যের নয়, পুলিশের।
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইয়াংমেনস ক্লাব নামে ক্যাসিনোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের একটি দল। মতিঝিল থানার পাশেই অবস্থিত ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবটি ফুটবলসহ বিভিন্ন খেলার জন্য ক্রীড়ামোদিদের কাছে পরিচিত হলেও এই ক্লাবে ক্যাসিনোর আদলে বসতো জুয়ার আসর।
আটক ১৪২ জনের মধ্যে ১৬ জন স্টাফসহ ৩১ জনকে ১ বছরের কারাদণ্ড ও ১১ জনকে ছয় মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মদ, বিয়ার, ইয়াবা ও জুয়াখেলার ২৪ লাখ টাকাসহ ১০টি বাকারার জুয়া খেলার টেবিল এবং ৬টি ইলেকট্রনিক মেশিন, ডিজিটাল মেশিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।