মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আনন্দ উৎসব মুখর পরিবেশে উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় ঐতিহ্যবাহী বাঞ্ছারামপুর এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন সাবেক সফল প্রতিমন্ত্রী আধুনিক বাঞ্ছারামপুরের স্থাপতি, মাটি ও মানুষের নেতা এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ,বি তাজুল ইসলাম তাজ (অব.) এমপি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বলেন,
খেলা ধুলায় হারজিত আছে,যারা জিতবে তারা উৎসাহিত হবে, আর যারা হারবে তাদের কষ্ট লাগবে,হারজিত বড় কথা নয়,প্রকৃত খেলোয়ার হতে হলে যারা জিতবে তারা অতি উৎসাহিতটাকে হজম করতে হবে,আর যারা হারবে তারা কষ্ট টাকে হজম করে নিতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফূল ইসলামের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর,উপজেলা শিক্ষা কর্মকর্তা নওশেদ মাহমুদ,আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম আবুল,উপজেলা প্রচার সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি,সেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ,শ্রমিক লীগ আহবায়ক সৈয়দ আব্দুল আজিজ,আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মী,সরকারি কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকার কয়েক হাজার তরুন-তরুনী ও প্রবীনরা মাঠে ভিড় জমান।
খেলায় উপজেলার সোনারামপুর ইউনিয়নকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাঞ্ছারামপুর পৌরসভা।
খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।