টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার দেশের বাজারে কমল স্বর্ণের দাম। গত আগস্ট মাস পর্যন্ত স্বর্ণের দাম টানা চারবার বাড়ানো হয়েছিল।
এরপর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সব মানের স্বর্ণে প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।