আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য বিষয় ছিলো সাংগঠনিক কার্যক্রমের গতিবৃদ্ধি এবং ক্লাবের নির্বাচন প্রসঙ্গে।
আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় ক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলের পরিচালনায় এই সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াকুব আলী (সমাজের কথা), সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান (দৈনিক কল্যাণ), সহ সভাপতি খালেদুর রহমান ( সাপ্তাহিক চৌগাছা), সাংগঠনিক সম্পাদক একে এম শামীম আল মামুন শাহিন (দৈনিক যশোর), অর্থসম্পাদক অমেদুল ইসলাম (সমাজের কথা), দপ্তর সম্পাদক বাবলুর রহমান (দৈনিক প্রবাহ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা (দৈনিক গ্রামের কাগজ), সাহিত্য সম্পাদক খলিলুর রহমান জুয়েল (গ্রামের কাগজ), পত্রিকা বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম (ভোরের পাতা), নির্বাহী সদস্য এম হাসান মাহমুদ (দৈনিক যশোর), নির্বাহী সদস্য আব্দুল আলীম (দৈনিক আমার সময়) এবং মহিদুল ইসলাম (দৈনিক মাতৃভূমির কন্ঠ এবং দেশ দর্পণ।
আলোচনার শুরুতে সভাপতি আলমগীর মতিন চৌধুরী মিটিং এর এজেন্ডা তুলে ধরে সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে সভা পরিচালনার দায়িত্ব দেন। সম্পাদক সাহেব প্রত্যেককে সভার বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা করে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে পৌছানোর বিষয়ে সম্মতি দেন।
সভার প্রথম পর্যায়ে প্রেসক্লাবের অর্থসম্পাদক অমেদুল ইসলাম বলেন সাংগঠনিক কার্যক্রমের গতিকে আরও বৃদ্ধি করতে আমাদের গণতান্ত্রিক উপায়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে হবে। আমরা চাইনা অন্যের কটুক্তির মাঝে থাকতে। আমারা নিজেদের অস্তিত্বকে নিজেরা টিকিয়ে রাখতে চাই। এজন্যই নির্বাচনের মাধ্যমে কটুক্তির ব্যাড়াজাল থেকে বেরিয়ে নিজেদের অবস্থানকে শক্ত করতে হবে।
সহসভাপতি ইয়াকুব আলী বলেন আমরা কমিটি গঠনের পরে দেখেছি অন্য একটি চক্র আমাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তে ফেলতে। তারা চেষ্টা করেছে বোমা বেধে রেখে একটা ক্ষতি করতে। কিন্তু সৃষ্টিকর্তার রহমতে আমরা পার পেয়ে গেছি। তাই আমরা চাই না এই কমিটির দূর্বল অবস্থা। আমরা নির্বাচনের মাধ্যমে কমিটিকে চাঙ্গা করতে চাই। এর জন্য আমরা ভোটার তালিকা প্রণয়ন, প্রকাশ, সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমাদের অস্তিত্বের উপর কারোর আঘাত হানার সুযোগ আমরা দিতে চাইনা।
সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল বলেন সাংবাদিকদের একটি ঘর হলো প্রেসক্লাব। এইঘরে একটি পরিবার বসবাস করে। তারা বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বরত। এই পরিবারের উপর রাজনৈতিক হস্তক্ষেপ আত্মহত্যার শামিল। সাংবাদিকদের থাকবে অসম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার শক্তি, দেশের পক্ষে কাজ করার শক্তি। কাজ করবে বঙ্গবন্ধুর অভিষ্ঠ লক্ষ নিয়ে, মুক্তিযুদ্ধকে সম্মান দিয়ে, দেশকে ভালোবেসে। কিন্তু আমার দেশের সাংবাদিক যারা শহীদ মিনারে যেতে দিধাবোধ করে তারা কিসের সাংবাদিক। তারা কেনো সাংবাদিকের সম্মান পাবে? তাই সবকিছুর একটা সুন্দর পরিবেশ তৈরির জন্য, একই পরিবারে বন্ধুসুলভ থেকে সমাজে সাহস ও শক্তির সাথে অন্যায়, দূর্নীতির বিরুদ্ধে কলম ছুড়ে দেশ ও জনগণের জন্য কাজ করতে আমাদের একটা শক্তিশালী সাংগঠনিক কার্যক্রমের প্রয়োজন। এটির জন্য নির্বাচন দরকার। নির্বাচনটা সঠিক নির্ভুল ও পন্থায় এবং প্রকৃত গণমাধ্যম কর্মী দ্বারা হবে। এক্ষেত্রে পল্লিবিদ্যুৎ অফিসে বলে নির্বচনের দিন বিদ্যুৎ সরবরাহ অভ্যাহত রাখা, ওসি সাহেবকে বলে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা, নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা, স্থানীয় সাংসদকে অবহিত করাসহ বিভিন্ন পেশাজীবী ও সংগঠনকে অবহিত করবো। সবাই জানবে প্রেসক্লাবের নির্বচন হচ্ছে এবং নির্বাচিত কমিটি দ্বারায় উপজেলায় প্রেসক্লাব পরিচালিত হবে। সেই প্রেসক্লাবের কমিটি হবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত। সমগ্র উপজেলায় থাকবে তাদের একটি আলাদা সম্মান, ঐতিহ্য। উপজেলায় সাংবাদিকদের একটায় ঘর থাকবে প্রেসক্লাব।
সবশেষে সভাপতি সমাপনি বক্তব্যে বলেন আমরা অগণতান্রিক প্রক্রিয়ায় কমিটি চাইনা, পকেট কমিটিও চাইনা। এক্ষেত্রে সমগ্র চৌগাছাবাসী জানবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত কমিটি দ্বারা প্রেসক্লাব পরিচালিত হচ্ছে। আমরা কাউকে অসম্মানিত করবো না। সকলের সম্মতিতেই নির্বাচন সম্পন্ন হবে। অপর একট কথায় তিনি বলেন, স্থানীয় সাংসদ হোক আর যেই হোক কোনো অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত না দিলে আমরা নিউজ করতে বাধ্য থাকবো। আমরা আমদের অস্তিত্ব ও সম্মানকে নিজেরাই বাঁচাবো। এভাবে সবশেষে প্রেসক্লাবের নির্বাচন হবে সিদ্ধান্তটায় বহাল রেখে সভাপতি সাহেব সভার সমাপ্তি ঘোষণা করেন
সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাংগঠনিক সম্পাদক একে এম শামীম আল মামুন শাহিন, প্রচার সম্পাদক শামীম রেজা, সাহিত্য সম্পাদক খলিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য আব্দুল আলীম।