শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র মজবুত হয় না উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনার পাশাপাশি আচরণও জনপ্রতিনিধি সুলভ হতে হবে।
এ সময় জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকায় থেকে গণতন্ত্রের কাজ করছেন বলেও উল্লেখ করেন সংসদ নেতা।
শেখ হাসিনা বলেন, আমি বলবো জেনারেল এরশাদ সাহেব ৮২ সালে যে ক্ষমতা দখল করেছিলো, সেই দখলের সুযোগটা খালেদা জিয়াই করে দিয়েছিলেন।
দোষে গুণে মানুষ এটা ঠিক, মানুষের মৃত্যুর পর আমাদের অনেক কিছু বলার আছে। কারণ আমরাই বেশি ভুক্তভোগী হয়েছি। আমাদের গ্রেফতার হতে হয়েছে, বন্দী হতে হয়েছে। গণতন্ত্রের স্বার্থে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা অনেক কিছুই সহ্য করে আসছি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্যরা ফিরে এসেছে এজন্য আমি তাদের সাধুবাদ জানাই। গণতান্ত্রিক ধারাটা শক্তিশালী বিরোধী দল ছাড়া কখনো মজবুত হয় না। কাজেই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে।