জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এসএম আব্দুল মোবিনের বেঞ্চে জামিন আবেদন জমা দেন বেগম জিয়ার আইনজীবী। আগামি সপ্তাহে এ আবেদনের শুনানি হবে বলেও জানিয়েছেন তারা।
এর আগে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলো হাইকোর্ট।
এ আদেশের বিরুদ্ধে আপিল না করে পুনরায় হাইকোর্টে আবেদন জানান বেগম জিয়া। দুদকের আইনজীবী বিষয়টিকে নজিরবিহীন বললেও, বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় নিয়ম মেনে তারা এ আবেদন করেছেন।