স্মার্ট ফোনকে কাজে লাগাতে, সবকিছু সহজ করতে অনেকেই প্লে স্টোর থেকে ইচ্ছে মতো অ্যাপস নামিয়ে নেন। তবে কোন অ্যাপস কতটা কাজের আর কতটা ক্ষতির সেদিকে অনেকেই নজর দেন না। এমনও হয় কোনো কাজে লাগছে না তবুও অনেক অ্যাপস স্মার্ট ফোনে ইন্সটল করে রাখেন। তবে কিছু অ্যাপ আছে যেটি আপনার ফোনের জন্য ক্ষতিকর। ক্ষতিকর সেই তালিকায় ইসরায়েলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের বিশেষজ্ঞরা কিছু অ্যাপকে অ্যাডওয়্যার হিসেবে তালিকায় রেখেছেন।
চেক পয়েন্টের গবেষকেরা বলেছেন, অ্যাপগুলোতে সন্দেহজনক স্ক্রিপ্ট রয়েছে, যা ব্যবহারকারীর সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধ বিজ্ঞাপন দেখায়। এ ছাড়া অ্যাপ যাতে সহজে সরিয়ে ফেলা না যায়, এ জন্য আইকন লুকানো থাকে।
ক্ষতিকর অ্যাপগুলোর তালিকা :
১. স্মার্ট সোয়াইপ
২. রিয়েল টাইম বুস্টার
৩. ফাইল ট্রান্সফার প্রো
৫. ইনফোকাস টার্বো ৫
৬. এলইডি ফ্ল্যাশলাইট
৭. ভয়েস রেকর্ডার প্রো
৮. ফ্রি ওয়াইফাই প্রো
৯. কল রেকর্ডার প্রো
১০. কল রেকর্ডার
১১. রিয়েলটাইম ক্লিনার
১২. সুপার ফ্লাশলাইট লাইট
১৩. ওয়ালপেপার এইচডি
১৪. কুল ফ্ল্যাশলাইট
১৫. মাস্টার ওয়াইফাই কি
১৬. ওয়াইফাই সিকিউরিটি মাস্টার
১৭. ফ্রি ওয়াইফাই কানেক্ট
১৮ ব্রাইটেস্ট এলইডি ফ্ল্যাশলাইট-অলমাইটি
১৯. ব্রাইটেস্ট ফ্ল্যাশলাইট
২০ কল রেকর্ডিং ম্যানেজার
২১. স্মার্ট ফ্রি ওয়াইফাই
২২. ব্রাইটেস্ট এলইডি ফ্ল্যাশলাইট-প্রো,
২৩. ড. ক্লিন লাইট।
সূত্র : সময় নিউজ