মো.নাছির উদ্দিন-হোমনা(কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লায় হোমনায় আনন্দ উৎসব মুখর পরিবেশে ৪৮ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার (বালিকা) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইব্রেকারে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় (বালক) ট্রাইবেকারে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়কে হারিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
হোমনা উপজেলা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৭টি উচ্চ বিদ্যালয় ও ৯টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ইভেন্টের মধ্যে ছিলো ফুটবল ,সাঁতার, হ্যান্ডবল ও কাবাডি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম ওসি সৈয়দ মো.ফজলে রাব্বী,পৌর মেয়র এ্যাড, মো. নজরুল ইসলাম,উপজেল ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, প্রধান মন্ত্রীর দপ্তরের পাইলট ক্যাপ্টেন তরিকুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা একাডেমী সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম বাংলাদেশ শিক্ষক সমিতি( বি টি এ) হোমনা হোমনা উপজেলা শাখার সভাপতি সামসুল হক সরকার,সাধারণ সম্পাদক আতিকুর রহমান, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভূইয়াসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত খেলা উপভোগ করতে ছাত্রছাত্রী এলাকার তরুন-তরুনী ও প্রবীনরা মাঠে ভিড় জমান।