মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি।
শিক্ষা নিয়ে গড়বো দেশ,
শেখ হাসিনার বাংলাদেশ
এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে বুধবার বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের আয়োজনে সমসাময়িক বাংলাদেশ সামাজিক ও শিক্ষা ব্যবস্হার প্রেক্ষাপটে ছাত্রীদের করণীয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন,সাবেক সফল প্রতিমন্ত্রী আধুনিক বাঞ্ছারামপুরের স্থাপতি, মাটি ও মানুষের নেতা এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ,বি তাজুল ইসলাম তাজ (অব.) এমপি বক্তৃতায় বলেন
বাঞ্ছারামপুর প্রতিটি ছাত্র-ছাত্রীকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।
শিক্ষা ব্যবস্থায় কর্ম উপযোগী মানব সম্পদ যদি তৈরি না করা যায় তবে সমাজে তা বোঝা হয়ে দাড়াবে তাই বঙ্গবন্ধু দেশের সার্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রচলন চালু করেছিলেন। আওয়ামী লীগ সরকার যে কয়টি ক্ষেত্রে চোখ ধাঁধানো উন্নয়ন করেছেন তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা।
শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে যে অগ্রগতি তা এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং দেশের শিক্ষাব্যবস্থা ও উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন,তাই বাঞ্ছারামপুর হবে শিক্ষানগরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফূল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর ও আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীসহ সকল শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।