মোঃ খোরশেদ আলম ( মুরাদনগর প্রতিনিধি) ঃ
সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম (চল্লিশা) উপলক্ষ্যে মুরাদনগর উপজেলা জাপা ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বাদ মাগরিব কোম্পানীগন্জ মোবারক চেয়ারম্যান মার্কেটে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহমফিল পরবর্তী এরশাদ স্মরণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপা’র যুব সংহতির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এই শ্লোগানে এরশাদ বেঁচে থাকবেন।
আর এই শ্লোগানেই স্মরণ হবে এরশাদের নাম। এরশাদ আমলের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গ্রামীণ উন্নয়ন। এজন্য তিনি ‘পল্লীবন্ধু’ উপাধিও পেয়েছিলেন। উপজেলা নির্বাচনের প্রবর্তন করে তিনি মূলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন। বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করেছিলেন তিনি। এরশাদের আদর্শ ও তার দেখানো পথ অনুস্মরণ করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন।
কোম্পানীগন্জ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে উপজেলা জাপা’র যুব সংহতির সভাপতি আনোয়ার হোসেন মোল্লার পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, উপজেলা জাপা’র সহ-সভাপতি শাহজাহান সরকার, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, আবদুল বাতেন প্রমুখ।