সাতক্ষীরা ব্যূরো অফিস::
সাতক্ষীরা মুনজিতপুর এলাকায় সাতক্ষীরা ভিশনের ডিস সংযোগ নিয়ে ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। লাইন প্রতি ২০০-২৫০ টাকা নিয়ে নামমাত্র ডিস সংযোগ দিয়ে লাখ লাখ টাকার ব্যবসা করে নিচ্ছে একটি চক্র।
অভিযোগ উঠেছে মুনজিতপুর এলাকার বাসিন্দা ফয়েজ (01714-846477) এর বিরুদ্ধে। এই ফয়েজ নিজেকে রাষ্ট্রপতির মত মনে করে। ডিস সংযোগ বিচ্ছিন্ন বা খারাপ হলে এই ফয়েজ কে ৫০-১০০ বার কল করার পর সে ফোন রিসিভ করে। তারপর সেই সংযোগ ঠিক করতে ১০-১৫ দিন সময় লাগে।
মুনজিতপুর এলাকার অধিকাংশ বাসিন্দা এই ফয়েজ’কে দেখতে পারে না। তার সিডিউল পেতে গেলে এই লাইনের মালিক জনাব হাফিজ (01961-926943) সাহেবকে ফোন করে নিতে হয়।
একই এলাকায় অন্য কোম্পানির ডিস সংযোগ না থাকার কারণে ফয়েজদের মত অসভ্য লোকগুলোর কাছে সাধারণ মানুষ জিম্মি। তারা প্রতিটি মানুষের সাথে খারাপ ব্যবহার করে। অভিযোগ করলে রাগ দেখিয়ে বলে, যে দিন ইচ্ছা সেদিন ঠিক করবো।
সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি যে, সাতক্ষীরায় ডিস সংযোগ নিয়ে হয়রানিকারীদের লাইসেন্সসহ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।