লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভার্গিল ফন ডাইক। লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জিতেছেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। এবারের মৌসুমের সেরা ডিফেন্ডারও নির্বাচিত হয়েছেন ফন ডাইক।এদিকে সেরা ফরোয়ার্ড হয়েছেন বার্সেলোনা মহাতারকা মেসি। নেদারল্যান্ডস ও অ্যায়াক্সের তরুণ তারকা ফ্র্যাঙ্কি ডি জং হয়েছেন সেরা মিডফিল্ডার। অন্যদিকে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন অ্যালিসন বেকার। গেল বছরের ৩১ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে ক্লাব ও আন্তর্জাতিক অঙ্গনের পারফরম্যান্সকে মূল্যায়ন করে ইউরোপের বর্ষসেরা পুরস্কারটি প্রদান করছে উয়েফা।কয়েক দিন আগেই বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। সেই তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে ছিলেন ২৮ বছর বয়সী ফন ডাইক। বৃহস্পতিবার মোনাকোয় ইউরোপ সেরার মুকুটটি প্রথমবারের মতো ছিনিয়ে নেন এই তারকা ডিফেন্ডার।