পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীকে কাশ্মীরের প্রতি সংহতি জানিয়ে ‘কাশ্মীর সলিডারিটি আওয়ার’ পালনের আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সবাইকে রাস্তায় নেমে আসার মাধ্যমে এই সংহতি পালনের আহ্বান জানান তিনি।পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীর সলিডারিটি আওয়ার পালনের মাধ্যমে পাকিস্তান বোঝাতে চায় তারা কাশ্মীরিদের সঙ্গে আছে। এছাড়া কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তারা মেনে নেয়নি।প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বাণিজ্য প্রতিষ্ঠান, আইনজীবী এবং সামরিক কর্তৃপক্ষ এই সলিডারিটি আওয়ারে অংশ নেবে। এ সময় রাস্তায় থাকা গাড়ি এবং সরকারি যন্ত্রপাতি সম্পূর্ণ বন্ধ থাকবে।সংহতি শুরুর সময় ঠিক ১২টায় দেশজুড়ে সাইরেন বাজবে এবং এরপরই শুরু হবে দেশটির জাতীয় সঙ্গীত। ওই সময়টায় ইমরান খান তার বাসভবনের বাইরে জড়ো হওয়া মানুষদের সঙ্গে যোগ দেবেন। এরপর সেখানে বক্তৃতা দেবেন তিনি।এ বিষয়ে ইমরান খান এক টুইট বার্তায় জানান, আমি চাই সব পাকিস্তানি কাশ্মীরিদের প্রতি সংহতি জানিয়ে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় থাকুক। আমরা ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা কাশ্মীরিদের সঙ্গে আছি এবং তাদের (ভারতীয়দের) এই দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান করছি।আরেকটি টুইটে তিনি বলেন, আমরা কাশ্মীরিদের দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের জনগণ তাদের সঙ্গে আছে। এজন্য আমি সব পাকিস্তানিকে বলছি, আপনারা যে যেখানেই থাকুন না কেন আধা ঘণ্টার জন্য রাস্তায় নেমে আসুন।