মো.নাছির উদ্দিন-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন- শৃঙ্খলা কমিটির সভাপতি তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রেহানা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আমিনুর রসুল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সরফরাজ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি, মো. জালাল উদ্দিন পাঠান, মো.কামরুল ইসলাম, মো. শাহজাহান মোল্লা, মো. নাজিরুল হক ভূঁইয়া ,মো. তাইজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম প্রধান, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সাংবাদিক মো. কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হক প্রমুখ।
সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, বাল্যবিবাহ সহ সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে স্বাভাবিকভাবে রাস্তায় ও ফুটপাত যানজট মুক্ত করে লাইসেন্সবিহীন রিক্সা ও অটোরিক্স নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় ওসি( তদন্ত) আমিনুর রসুল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধের মাত্রা কমিয়ে আনা কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক , অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
সভায় ইদানিং হোমনা সদরে কয়েকটি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিভিন্ন বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যপারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়। এবং হোমনা হাসপাতাল কে দালাল মুক্ত করা,অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, নম্বরবিহীন হুন্ডা ও অবৈধ সিএনজিকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।