বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।
ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোজাফফর আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত ১৪ আগস্ট থেকে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। মুক্তিযুদ্ধকালে মোজাফফর আহমদ মুজিবনগর সরকারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।