প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)
“আগামী প্রজন্মকে হতে হবে মেধা, জ্ঞান, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন সুশিক্ষিত নাগরিক। একুশ শতকের চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল বজায় রেখে চলতে ও মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে সুশিক্ষিত নাগরিকের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর Vision – 2021 বাস্তবায়নে ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে দক্ষ ও শিক্ষিত মানবগোষ্ঠী আমাদের এই দেশে অত্যধিক প্রয়োজন। ” আজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশে এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি কথাগুলো বলছিলেন।সমাবেশে সাংসদ আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমানে জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,মাদকাসক্তিসহ নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর নৈতিক শিক্ষার পূর্বশর্ত ধর্মীয় শিক্ষা। এক্ষেত্রে মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আজ শুক্রবার সকালে হরিপুর মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাপ্তান মিয়ার সভাপতিত্বে, শিক্ষক জালাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মোঃ সোহরাব হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।