মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় শুক্রবার সনাতন ধর্মাবলম্বী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে হোমনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজন আনন্দ উৎসব মূখর পরিবেশে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে হোমনা সদরের গোপাল জিউর আখড়ায় এসে অবস্থান নেয়। পরে বিকাল সাড়ে তিনটায় গোপাল জিউর আখড়ায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ হোমনা- তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
উপজেলা পূজা উদযাপন পরিষদেরর সভাপতি চন্দন লাল রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা যুগল কিশোর ভৌমিক, অসিত লাল পোদ্ধার, উৎপল কুমার ভৌমিক, বিষ্ণু লাল পোদ্দার, খোকন সাহা, উজ্জ্বল পোদ্দার, মন্টু সাহা, রাজিব চৌধুরী, বিনা রানী দেবী, দিলীপ কুমার দেবসহ সনাতন ধর্মাম্বলী সহাস্রাধিক লোকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে সেলিমা আহমাদ মেরী এমপির নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।