জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর: ১৯ অগস্ট সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্ধ হলো লক্ষ্মীপুরের রুপুরে ভ্রাম্যমান সিএনজি স্টেশন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।দেশ গ্লোরী এগ্রো প্রোডাক্টস সিবিজি কোম্পানি লক্ষ্মীপুর জেলার রায়পুরের অবৈধ ভ্রাম্যমান গ্যাস স্টেশনটি পরিচালনা করে আসছিলো,যাহা ছিল ঝুঁকিপূর্ণ।
লক্ষ্মীপুর-রায়পুর ও চাঁদপুর সড়কের সিংগেরপুল এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের কোন ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে একটি ভ্রাম্যমান গ্যাস স্টেশন পরিচালনা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে পাম্পটিতে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা-রায়পুর আঞ্চলিক মহা সড়কের পাশে সিংহের পুল নামক স্থানে অবৈধভাবে কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার থেকে ঝুঁটিপূর্ণ ভাবে প্লাস্টিক পাইপ দিয়ে ভাসমান সিএনজি ফিলিং স্টেশনে সহজে দাহ্য ওই গ্যাস বিক্রি করা হয়।
সিএনজি স্টেশন করার আগে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু তাদের রায়পুর সিংহের পুরে স্থাপিত ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের) এসব কিছুই নেই। ট্রাকভর্তি সিলিন্ডার থেকে যেভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্র জানায় বৈধ ফিলিং স্টেশনে প্রতিপয়েন্ট (লিটার) সিএনজি বিক্রি হয় ৪০ থেকে ৪১ টাকা টাকায়। আর কাভার্ড ভ্যানে প্রতিপয়েন্ট (লিটার) গ্যাসের দাম ৫২ টাকা। অতএব অতিরিক্ত ৯ টাকা বেশি দিতে হয়।