উসমান ফাহিয়াজ পলাশ : সিলেট ,
“সিলেটকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল নগরী হিসেবে সকলের নিকট পরিচিতি লাভ করাতে তরুণরা যে উদ্যোমে এগুচ্ছে, তা নি:সন্দেহে আশার সঞ্চার করে আমাদের মধ্যে ।
অচিরেই সিলেট একটি মডেল নগরী হিসেবে সকলের নিকট প্রতিষ্ঠিত হবে। ” –
১৬ই আগস্ট, শুক্রবার Clean Surma, Green Sylhet প্রজেক্টের কার্যক্রমের উন্মতি পর্যবেক্ষণ করতে গিয়ে কথাগুলো বলেছেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র জনাব আরিফুল হক চৌধুরী।
তিনি আজ নগরীর সুরমার তীরবর্তী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান “Clean Surma Green Sylhet- প্রজেক্ট” পরিচালনা করা সিলেটের তরুণদের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং তরুণদের উৎসাহ প্রদান করেন।
তিনি আশ্বাস দেন,অচিরেই সুরমার তীরবর্তী এই জায়গাকে একটি সুন্দর পার্কের আদলে তৈরী করতে তিনি তরুণদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাবেন।
বেড়া স্থাপন,সিকিউরিটি গার্ড, সিসিক্যামেরা, রঙিন লাইট বসানো সহ জায়গাটিকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন ; সব কিছু নিজের তত্ত্বাবধানে করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সিলেটবাসীর জন্য অনেক নতুন চমক তৈরী হতে যাচ্ছে বলে আশার বাণী শোনান মেয়র।
তরুণদের এই কার্যক্রমে অভিভূত হয়ে তিনি জানিয়েছেন- খুব অল্প সময়েই যে তারা একটি অবহেলিত সম্ভাবনাময় জায়গাটিকে এভাবে জাগিয়ে তুলতে পেরেছে, তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে।
তিনি পুরো জায়গাটি ঘুরে দেখেন এবং স্থানটি নিয়ে বিভিন্ন প্ল্যান সম্পর্কে তরুণদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন।
সিলেটবাসীর জন্য খুব শীঘ্রই নতুন অনেক চমক অপেক্ষা করছে। কিন্তু এর জন্য সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করছেন মেয়র সহ সিলেটের উদ্যমী তরুণেরা|