১৬ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ, শুক্রবার।
প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)।।
আজ ১৬ আগস্ট ২০১৯ খ্রিঃ ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০১৯’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া – ০১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রকে তিনি সবসময়ই প্রাধান্য দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন দক্ষ জাতি গড়ে তুলতে হলে প্রকৃত শিক্ষার বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবক ও শিক্ষকদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, শতবর্ষ প্রাচীন এ বিদ্যালয়ে ইতিমধ্যেই অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি প্রকল্প দেওয়া হয়েছে। অন্যান্য দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।
প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রুবিনা আক্তার।
এ সময় উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জনাব ফারুকুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, আওয়ামীলীগ নেতা বাবু অসীম কুমার পাল, সাবেক চেয়ারম্যান, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা শাহআলম, আওয়ামীলীগ নেতা কাজল দত্ত, অনাথ দাস প্রমূখ।
পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি জনাব হাবিবুর রহমান শেখ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।