ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামে প্রস্তাবিত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ৷ ১৪ আগস্ট বুধবার বিকেলে প্রস্তাবিত এ বিদ্যালয়ের জন্য প্রাথমিক ভাবে নির্ধারিত ৪টি স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি ৷ এ সময় জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ২০২০ সাল থেকে যাতে এ বিদ্যালয় পাঠদান কার্যক্রম শুরু করা যায় সে ব্যবস্থা করা হবে৷ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন তিনি ৷ ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের নীতিমালা মানা হলে সহসা বিদ্যালয়ের আনুষ্ঠানিক কাজ আরম্ভ করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আখতার পারভেজ ৷ জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এম. নুরুল আলম নুরু, যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম, সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ মহসিন ও ডা. বেলাল । আরো উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন তালুকদার, সাবেক আহবায়ক বদিউল আলম মাস্টার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জসীম উদ্দিন, আবুল কালাম, সাবেক মেম্বার আবুল হাসেম , নানুপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাসির উদ্দিন , ডঃ মাহমুদ ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন , নাজিরহাট পৌর ছাত্রলীগ সভাপতি রাশেল উদ্দিন এবং শাহ আলম প্রমুখ।