মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী ও আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা থানা, হোমনা পৌরসভাসহ বিভিন্ন অঙ্গসংগঠন । উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে একটি শোক র্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোমনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি) ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ । উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো. মোতাহের হোসেনর সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভুইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, কুমিল্লা (উ:জেলা) আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. হুমায়ন কবীর , ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, যুবলীগের আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলাম ,হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আবদুস সালাম ভুইয়া, প্রধান শিক্ষক মো.লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ ।
পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জনের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা যুব ঋন বিতরণ করা হয় । সবশেষে রচনা, কবিতা আবৃতি, ৭ই মর্চের ভাষন, হামদ নাত ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আঃ কুদ্দুস ।