মোঃ সদরুল কাদির (শাওন),
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::
সাতক্ষীরা জেলার দেবহাটায় বীরাঙ্গনা আছিয়া খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না…. রাজেউন)। মঙ্গলবার ভোর ৬টায় বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন তিনি। বীরাঙ্গনা আছিয়া খাতুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সলিমুল্যাহ’র বোন।
তিনি উপজেলার কোঁড়া গ্রামে সরকার প্রদেয় বাড়ীতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধকালীন দেবহাটার টাউনশ্রীপুরের ঐতিহাসিক কেদার মাঠে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় টাউনশ্রীপুরের পারিবারিক কবরস্থানে বীরাঙ্গনা আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়।
এসময় বীরাঙ্গনা আছিয়া খাতুনের ভাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সলিমুল্যাহ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, আব্দুল হামিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহমুদ গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছিলেন।