এখন থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য পাওয়া যাবে ১০৯০ নম্বরে কল করে। যেকোনো মোবাইল নম্বর থেকেই আবহাওয়ার সর্বশেষ তথ্য, পূর্বাভাস, সতর্কতা সংকেত, সবকিছুই জানা যাবে।আর এ জন্য কোনো কল রেট নেই। বিনামূল্যে এই তথ্য জানা যাবে।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ১০৯০ নম্বরে কল করে প্রথমেই জানতে চাওয়া হয়, আপনি আবহাওয়ার কোন খবর পেতে চান। এই নম্বরে সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা শুনতে ১ চাপতে হবে। নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা শুনতে ২ চাপতে হবে। দৈনন্দিন আবহাওয়া বার্তা শুনতে ৩ চাপতে হবে। ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ বার্তা শুনতে ৪ চাপতে হবে এবং বন্যার বার্তা শুনতে ৫ ডিজিট চাপলে বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে।
সুত্র : আরটিভি